রিয়াজ লিটন, শিক্ষক আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

৩১. অপত্যার্থে তদ্ধিত প্রত্যয় হয়েছে কোনটিতে?
ক. কৌমার্য খ. দাশরথি
গ. মনুষ্য ঘ. বৈষ্ণব

৩২. জলধি- কোন শব্দ?
ক. রূঢ়ি খ. যোগরূঢ়
গ. যৌগিক ঘ. মৌলিক

৩৩. ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. তারল্য খ. শোনা
গ. লবণ ঘ. সৌরভ

৩৪. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?
ক. তাজমহল দর্শন করলাম খ. বাঁশি বাজে
গ. জনবল বসিয়ে রেখো না ঘ. কাজটি ভালো দেখায় না

৩৫. ইস্ ঠা-া যেন বরফ- এখানে 'যেন' কোন অর্থে হয়েছে?
ক. সম্ভাবনায় খ. তুলনায়
গ. উপমায় ঘ. অনুমানে

৩৬. বাক্যে ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে বলে-
ক. প্রযোজক কর্তা খ. সকর্মক
গ. যৌগিক ক্রিয়া ঘ. ধাত্বর্থক কর্ম

৩৭. কোন বাক্যটি অভ্যস্ততা অর্থে হয়েছে?
ক. এখন যেতে পার খ. ঘটনাটা শুনে রাখ
গ. শিক্ষায় মন সংস্কারমুক্ত হয় ঘ. এখন বৃষ্টি পড়ছে

৩৮. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাইরেন বেজে উঠল খ.এখন গোল্লায় যাও
গ. দাঁতটি ব্যথায় কন কনাচ্ছে ঘ. সে পড়লে পাস করত

৩৯. বৃষ্টি আসে আসুক- এটি কিসের উদাহরণ?
ক. সাপেক্ষভাব খ. অনুজ্ঞা ভাব
গ. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ঘ. নির্দেশক ভাব

৪০. দৌহিত্র- কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় ঘ. তদ্ভব শব্দ

সঠিক উত্তর

১. গ ২.খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ. ৮. খ ৯ খ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. খ