বহুনির্বাচনী প্রশ্নোত্তর
ছুটি : রবীন্দ্রনাথ ঠাকুর

০১. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতায় খ. খুলনায়
গ. চুরুলিয়ায় ঘ. হুগলি জেলায়

০২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২০ খ. ১৮৬১
গ. ১৮৫৬ ঘ. ১৮৬০

০৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৭ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯২০ সালে ঘ. ১৮১৩ সালে

০৪. রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক. পনের বছর খ. একুশ বছর
গ. বাইশ বছর ঘ. বিশ বছর

০৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪১ খ. ১৮২৪
গ. ১৮৬৩ ঘ. ১৮৬০

০৬. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?
ক. প্রহসন খ. কাব্য
গ. নাটক ঘ. উপন্যাস
০৭. নৌকায় পাল খাটানোর কাঠের দ কে কী বলে?
ক. মস্তল খ. মস্তুল
গ. মাস্তুল ঘ. মাসতুল

০৮. 'তের-চৌদ্দ বছরের ছেলের মতো পৃথিবী এমন বালাই আর নেই'_
র. স্নেহ উদ্রেক করে না
রর. কোনো কাজে লাগে না
ররর. কোনো শোভাও নেই
নিচের কোনটি সঠিক ?
ক. রর ও ররর খ. ররর
গ. র, রর ও ররর ঘ. রর

০৯ কয়জন পুলিশের লোক ফটিককে গাড়ি থেকে নামিয়েছিল?
ক. দুই জন খ. তিন জন
গ. আট জন ঘ. চার জন

১০. 'অহর্নিশি' শব্দের অর্থ কী?
ক. দিনরাত্রি খ. সব সময়
গ. প্রতিদিন ঘ. দিনের বেলা

১১. 'ছুটি' গল্পের উৎস কী?
ক. বলাকা খ. বনফুল
গ. শেষের কবিতা ঘ. গল্পগুচ্ছ

১২. ঘাটে কেমন নৌকা এসে লাগলো?
ক. বিদেশি খ. পানসি
গ. দেশি ঘ. বজরা

১৩. কোন মাসে পূজার ছুটি হবে?
ক. কার্তিক মাসে খ. আশ্বিন মাসে
গ. জ্যৈষ্ঠ মাসে ঘ. শ্রাবণ মাসে

১৪. 'মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।' _ উক্তিটি কার?
ক. ফটিকের মায়ের খ. ফটিকের মামির
গ. ফটিকের ঘ. ফটিকের মামার

১৫. ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে?
ক. মামি খ. শিক্ষক
গ. পরিবেশ ঘ. মামা।

সঠিক উত্তর

ছুটি : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ

তথ্য সত্রে অনলাইন।