বহুনির্বাচনী প্রশ্নোত্তর
পলি্লসাহিত্য : মুহম্মদ শহীদুল্লাহ

০১. মুহম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. চবি্বশ পরগনা খ. হুগলি
গ. চুরুলিয়ায় ঘ. মাগুরা

০২. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২১ খ. ১৯৮৫
গ. ১৮৫৭ ঘ. ১৮৬৫

০৩. মুহম্মদ শহীদুল্লাহ'র পেশা কী ছিল?
ক. সাংবাদিকতা খ. অধ্যাপনা
গ. শিল্পী ঘ. সরকারি চাকরি

০৪. 'নাচতে না জানলে উঠান বাঁকা-এটি কী?
ক. প্রবাদ বাক্য খ. উপকথা
গ. খনার বচন ঘ. ডাক

০৫. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৬৯ খ. ১৯৫৫
গ. ১৯৪০ ঘ. ১৯৪১

০৬. মুহম্মদ শহীদুল্লাহ'র সম্পাদিত পত্রিকার নাম কী?
ক. আবহমান খ. মেঘের চিঠি
গ. কথা মালা ঘ. আঙুর

০৭. 'ধরি মাছ না ছুঁই পানি'এটি কী?
ক. খনার বচন খ. উপকথা
গ. প্রবাদ বাক্য ঘ. ডাক

০৮. মুহম্মদ শহীদুল্লাহর আত্মজীবনীতে জড়িত_
র. ভাষাতত্ত্বে ডিপ্লোমা
রর. ডি. লিট লাভ
ররর. ভাষাতত্ত্বে এমএ
নিচের কোনটি সঠিক ?
(ক) রর ও ররর (খ) রর
(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

০৯ 'পিঁড়েয় বসে পেঁড়োর খবর'- এটি কী?
ক. প্রবাদ বাক্য খ. উপকথা
গ. খনার বচন ঘ. ডাক

১০. 'দেওয়ানা মদিনা' এর লেখক?
ক. মনুসুর বয়াতী খ. সুকুমার রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

১১. 'কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত'- এটি কী?
ক. প্রবাদ বাক্য খ. উপকথা
গ. ডাক ঘ. খনার বচন

১২. 'ঠাকুরমার ঝুলির লেখক কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র খ. সুকুমার রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মনুসুর বয়াতী

১৩. 'মনমাঝি তোর বৈঠা নে রে_ আমি আর বাইতে পারলাম না'_এটি কোন ধরনের গান?
ক. ভাটিয়ালি খ. রবীন্দ্র সংগীত
গ. মুর্শিদি ঘ. লালন গীতি

১৪. 'কলগান' শব্দের অর্থ কী?
ক. তীব্র ধ্বনি খ. মন্দ ধ্বনি
গ. শ্রুতিমধুর ধ্বনি ঘ. মৃদু ধ্বনি

১৫. মুহম্মদ শহীদুল্লাহ মূলত কী?
ক. শিক্ষক খ. কবি
গ. ভাষাবিদ ঘ. লেখক

সঠিক উত্তর

পলি্লসাহিত্য : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক
১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ