বহুনির্বাচনী প্রশ্নোত্তর
বই পড়া : প্রমথ চৌধুরী

০১. প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক. যশোর খ. খুলনায়
গ. চুরুলিয়ায় ঘ. হুগলি জেলায়

০২. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২০ খ. ১৮৬৮
গ. ১৮৫৬ ঘ. ১৮৬০

০৩. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?
ক. ভানুসিংহ খ. বীরবল
গ. দুরবিন ঘ. রূপকার

০৪. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?
ক. সবুজপত্র খ. আবহমান
গ. ধূমকেতু ঘ. লাঙল

০৫. প্রমথ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪৬ খ. ১৯৫৫
গ. ১৯৪০ ঘ. ১৯৪১

০৬. প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস কোথায়?
ক. খুলনা জেলায় খ. যশোর জেলায়
গ. মাগুরা জেলায় ঘ. পাবনা জেলায়

০৭. শিক্ষার আসল কাজ কোনটি?
ক. অর্থ উপার্জন খ. জ্ঞান পরিবেশন
গ. মূল্যবোধ সৃষ্টি ঘ. সংস্কৃতিবান হওয়া

০৮. 'ডেমোক্রেসি গুরুরা' বলতে লেখক বুঝিয়েছেন_
র ভারতীয়দের
রর ইংরেজদের
ররর বিদেশিদের
নিচের কোনটি সঠিক ?
(ক) রর ও ররর (খ) ররর
(গ) রর (ঘ) র

০৯ 'শিক্ষা কেউ কাউকে দিতে পারে না' কারণ_
ক. অর্জনের বিষয় খ. চর্চার বিষয়
গ. অধ্যায়নের বিষয় ঘ. অনুশীলনের বিষয়

১০. সুশিক্ষিত লোক মাত্রই কী?
ক. স্বশিক্ষিত খ. ভদ্র
গ. বিনয়ী ঘ. নম্র

১১. 'অপূর্ব ক্ষমা' গল্পের উৎস কী?
ক. বীরবলের হালখাতা খ. নীললোহিত
গ. বিবিত্র প্রবন্ধ ঘ. প্রবন্ধ সংগ্রহ

১২. কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না?
ক. আত্মার খ. দেহের
গ. মনের ঘ. মানুষের

১৩. 'গতাসু' শব্দের আভিধানিক অর্থ কী?
ক. মৃত খ. গতানুগতিক
গ. মরণশীল ঘ. আগামিকাল

১৪. 'শৌখিন' শব্দের অর্থ কী?
ক. সখ খ. আদর
গ. রুচিবান ঘ. শরীর

১৫. যে জাতি যত নিরানন্দ সে জাতি তত_
ক. দুর্বল খ. অবহেলিত
গ. নির্জীব ঘ. নিষ্প্রাণ

শিক্ষা ও মনুষ্যত্ব : মোতাহের হোসেন চৌধুরী

০১. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৩ খ. ১৮৯০
গ. ১৯০২ ঘ. ১৮৬০

০২. মোতাহের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ময়মনসিংহ খ. কুমিল্লা
গ. দরিরামপুর ঘ. হুগলি জেলায়

০৩. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. সভ্যতা ও সুখ খ. সংস্কৃতি কথা
গ. বিচিত্র প্রবন্ধ ঘ. প্রবন্ধ সংগ্রহ

০৪. জীবসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের কী চাই?
ক. অন্নবস্ত্র খ. সাধনা
গ. শিক্ষা ঘ. গাড়িবাড়ি

০৫. অর্থচিন্তার নিগড়ে কারা বন্দি?
ক. ধনী ও দরিদ্র খ. চাষিরা
গ. কুলি ও মজুর ঘ. ছাত্ররা

০৭. 'পিঞ্জরবন্ধ' শব্দের অর্থ কী?
ক. খাঁচার পাখি খ. খাঁচার বাইরে
গ. খাঁচার বন্দি ঘ. খাঁচার পাশে

০৮. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৬৩ খ. ১৯২৪
গ. ১৯৫৬ ঘ. ১৯৬০

০৮. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে 'বেড়ি' শব্দটি যে অর্থে ব্যবহার করা হয়েছে_
র শিকল
রর পিঞ্জর
ররর শৃঙ্খল
নিচের কোনটি সঠিক ?
ক. রর ও ররর খ. রর
গ. র ঘ. র, রর ও ররর

০৯. কী দ্বারা মানুষের মূল্যবোধ সৃষ্টি হয়?
ক. শিক্ষা খ. সাধনা
গ. অন্নবস্ত্র ঘ. গাড়িবাড়ি

১০. 'সংস্কৃতি কথা' গ্রন্থের রচয়িতা কে?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মীর মশাররফ হোসেন

১১. মোতাহের হোসেন কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
ক. আবহমান খ. লাঙল
গ. মেঘের চিঠি ঘ. শিখা

১২. 'লেফাফাদুরস্ত' শব্দের অর্থ কী?
ক. বাইরে ফিটফাট খ. অন্তরে বিষ
গ. শিক্ষার অভাব ঘ. মূল্যবোধের অভাব

১৩. শিক্ষার আসল কাজ কোনটি?
ক. মূল্যবোধ সৃষ্টি খ. জ্ঞান পরিবেশন
গ. অর্থ উপার্জন ঘ. সার্টিফিকেট

১৪. 'নিগড়' শব্দের অর্থ কী?
ক. নিঃস্ব খ. আলো
গ. শিকল ঘ. অন্ধকার

১৫. 'তিমির' শব্দের অর্থ কী?
ক. নিঃস্ব খ. আলো
গ. অন্ধকার ঘ. বেড়ি

সঠিক উত্তর

বই পড়া : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক
১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ
শিক্ষা ও মনুষ্যত্ব : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক
১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ