৪০ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার সাধারন বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 40th Preliminary Question Bank Quiz and Solution General Science 2019

Exam held on 04-05-2019

16
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 15 of 15 Questions
No Title Answer
(1) মৌলের নিউট্রন সংখ্যা কত?
18
(2) কার্বোহাইড্রেডে C, H এবং O-এর অনুপাত কত?
১ : ২ : ১
(3) কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
ক্রোমোপ্লাষ্ট
(4) ডিমে কোন ভিটামিন নেই?
ভিটামিন-সি
(5) কোথায় সাঁতার কাটা সহজ?
সাগরে
(6) অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
জারণ
(7) কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
গলনাংক
(8) খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-
কার্বন ডাই-অক্সাইড
(9) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
আইসোটোপ
(10) সোডিয়াম এসিটেটের সংকেত-
CH3COONa
(11) নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
বায়োগ্যাস
(12) একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
806.67
(13) বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
হাইগ্রোমিটার
(14) বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে-
লাউড স্পিকার
(15) AC কে DC করার যন্ত্র-
রেকটিফায়ার