Alternative Title: 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
Office Type: 

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন।

ফলাফল পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

মোবাইলে ফলাফল পেতেঃ PSC <Space> 35 <Space> Registration Number লিখে 16222 -তে পাঠাতে হবে।

উদাহরণঃ PSC 35 123456 send to 16222

গত দুই বিসিএসে শূন্য কোটায় মেধাবীদের নিয়োগ দেওয়া হবে

৩৪ ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। ৩৪তম বিসিএস পরীক্ষায় কারিগরি ও পেশাগত ক্যাডারে পূরণ না হওয়া সংরক্ষিত ৬৭২টি পদ ৩৫তম বিসিএসে মেধার ভিত্তিতে উত্তীর্ণদের মাধ্যমে পূরণ এবং একই সঙ্গে ৩৫তম বিসিএসে ১,৮০৩টি শুন্যপদ পূরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন হয়। পদ-সংরক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা স্মারকের শর্ত এককালীন শিথিল করার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে ২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে

৩৬তম বিসিএস পরীক্ষা-২০১৫ এর প্রিলিমিনারি (MCQ type)টেস্ট-এর আসন ব্যবস্থা, সময়সূচী ও নির্দেশাবলী প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC)। আগামী ০৮-০১-২০১৬ তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে নিম্নে সংয়োক্ত ফাইলের সময়সূচী এবং আসন ব্যবস্থা অনুযায়ী একযোগে অনুষ্ঠিত হবে।